রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা  

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা  

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (০৫ জুন) কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

যুবলীগের সভাপতি ও সদস্য আবুল হোসেন তৈয়ব ও আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিল আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাগুরা মহিলা আ.লীগের সদস্য ইসমাত আরা হ্যাপি, বিশেষ অতিথি ছিলেন মাগুরা ১ আসনের এমপি ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা কুটিল, ৩নং শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি প্রমুখ।

টিএইচ